ভারতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, ২ শিশুসহ নিহত ১৪
১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৮
ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডের ধনবাদের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন। বুধবার (১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ঝাড়খণ্ডের ধানবাদ শহরে অবস্থিত একটি বহুতল ভবনে আগুন লেগে যায়। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝাড়খণ্ডের মুখ্য সচিব সুখদেব সিং জানান, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১ জন। মারা যাওয়াদের মধ্যে ১০ জন নারী ও তিনজন শিশু রয়েছে।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি বলে জানান তিনি।
এদিকে, এ ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি লিখেছেন, ‘ধনবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানীর ঘটনায় আমি বেদনার্থ। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সেরে ওঠবেন এ প্রত্যাশা করি।’
সারাবাংলা/এনইউ