রূপপুর পারমাণবিক কেন্দ্রের অগ্রগতির প্রশ্ন ‘পছন্দ হয়নি’ মন্ত্রীর
১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪৬
ঢাকা: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি নিয়ে করা প্রশ্ন পছন্দ হয়নি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের। এমন প্রশ্নের কারণে তিনি গণমাধ্যম কর্মীদের সমালোচনাও করেছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ ঘটনা ঘটে।
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের করণীয়’ শীর্ষক কর্মশালার সংবাদ সংগ্রহে সচিবালয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি নিয়ে মন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
এমন প্রশ্নে ইয়াফেস ওসমান সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমি বুঝি না তোমরা প্রফেশনাল না, তোমাদের কোনো প্রফেশনাল ইয়ে আছে? তোমাদের সঙ্গে কথা বলে লাভ নেই।’
তিনি এ বিষয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান।
উপস্থিত গণমাধ্যম কর্মীরা স্মার্ট বাংলাদেশ নিয়ে আয়োজিত কর্মশালার সংবাদ বর্জন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
সারাবাংলা/জেআর/ইআই/আইই