Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ জঙ্গি সদস্যের স্বীকারোক্তি, ফের রিমান্ডে ২

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৩

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) গ্রেফতার তিনজন সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া আরও দুইজনের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর রমনা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধ আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির এসআই তৌহিদুল ইসলাম।

এদের মধ্যে মো. সাইফুল ইসলাম, মো. দীন ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। আর মো. ফখরুল ইসলাম ও হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুনের ফের সাত দিনের রিমান্ড এবং মো. সুরুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত ফখরুল ইসলাম ও হাফেজ মো. আব্দুল্লাহ আল মামুনের পুনরায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন। একই আদালত সুরুজ্জামানকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৭ জানুয়ারি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই ছয়জনকে গ্রেফতার করে সিটিটিসি। এরপর গত ২৮ জানুয়ারি এই ৬ আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সারাবাংলা/এআই/এনএস

হরকাতুল জিহাদ (হুজি)

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর