Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফ’র ঋণ দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক: ডিসিসিআই

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৯

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ দেশের অর্থনীতির জন্য স্বস্তিদায়ক বলে মন্তব্য করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)। বুধবার (১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন মন্তব্য করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে ডিসিসিআই সভাপতি মো. সামীর সাত্তার মনে বলেন, ‘আইএমএফ’র পক্ষ থেকে ঋণ প্রাপ্তির অনুমোদন বাংলাদেশের যোগ্যতা ও অর্থনৈতিক সক্ষমতার বর্হিপ্রকাশ। এই ঋণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ঘাটতি কমাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশের জন্য ৪.৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সুবিধা অনুমোদন করে। ‘এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ)’, ‘এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ)’ এবং ‘রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)’-এর আওতায় এই ঋণ সুবিধা অনুমোদন করা হয়। এই ঋণের অর্থ ৪২ মাসে বিতরণ করা হবে।

ব্যারিস্টার সাত্তার বলেন, ‘আইএমএফ বাংলাদেশকে ঋণ অনুমোদনের ক্ষেত্রে কিছু প্রাতিষ্ঠানিক ও পলিসি সংস্কারের শর্তারোপ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- আর্থিক খাত, নীতি কাঠামো, জ্বালানি খাত, সরকারি অর্থব্যবস্থা, স্থানীয় রাজস্ব বৃদ্ধি, জলবায়ু স্থিতিশীল করতে বিনিয়োগ বৃদ্ধি ইত্যাদি।’

তবে তিনি আইএমএফ’র সময়োপযোগী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই ঋণ সুবিধা বাংলাদেশকে বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে।’ ডিসিসিআই সভাপতি মনে করেন, ‘এই ঋণ প্রাপ্তিতে তাৎক্ষণিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাবে, যা আমাদের অর্থনীতিতে স্বস্তি ফিরিয়ে আনবে। এমনকি সরকার আমদানির ক্ষেত্রে এলসি খোলার কঠোর শর্তাবলী প্রত্যাহারের বিষয়ে বিবেচনা করার সুযোগ পাবে। আসন্ন রামজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে ঋণটি অবশ্যই ব্যবসায়িকদের জন্য স্বস্তি দেবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

আইএমএফ ঋণ ডিসিসিআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর