Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে গরুর চেয়ে ছাগলের সংখ্যা বেশি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৫৭

ঢাকা: দেশে গরুর চেয়ে ছাগলের সংখ্যা বেশি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রী জানান, দেশে দুই কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ছাগল রয়েছে। গরু রয়েছে দুই কোটি ৪৭ লাখ। আর মহিষের সংখ্যা ১৫ লাখ ৮ হাজার।

বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। জবাবে মন্ত্রী সর্বশেষ প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ও প্রাণিসম্পদ অধিদফতর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে ওই পরিসংখ্যান উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সংসদ সদস্যের অপর এক প্রশ্নের জবাবে প্রাণিসম্পদ মন্ত্রী জানান, জনপ্রতি ন্যুনতম ১২০ গ্রাম হিসাবে ২০২২-২৩ অর্থবছরে দেশে মাংসের চাহিদা ৭৬ লাখ ১০ হাজার মেট্রিক টন।

সারাবাংলা/এএইচএইচ/আইই

গরু ছাগল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর