।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীতে পৃথক দুর্ঘটনায় শাওন (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন।
বৃহস্পতিবার (৩ মে) রাত আড়াইটার দিকে মতিঝিলের আরামবাগ ও যাত্রাবাড়িতে পৃথক দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন মাদারীপুর ডাসারা উপজেলার মাইজদিপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে। বর্তমানে ফকিরাপুল মালেকের গলির একটি বাসায় দারোয়ানের কাজ করতেন।
পথচারী আব্দুল্লাহ জানান, রাতে আরামবাগ জমিদারবাড়ির রাস্তায় রাস্তা পার হওয়ার সময় মুরগীবাহী একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয় শাওন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে যাত্রাবাড়ি মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় লেগুনার ১৩ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। শুক্রবার (৪ মে) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ফারুক (৩৫) রিয়াদ (৪০) ইব্রাহীম (৩৫) আক্তার হোসেন (৩৫) মামুন (২০) জসিম (৩৫) আ. রহিম (২৮) অজ্ঞাত (৫০) মহসিন আলী (৫০) আবুল হাশেম (৪৫) সুমন (৩৫) হুমায়ুন (৩০) ও আতিকুর রহমান (৩৫) ।
পথচারী হাছান জানান, লেগুনাটি যাত্রী নিয়ে ডেমড়া সারুলিয়া থেকে যাত্রাবাড়ী আড়তে যাচ্ছিল। পথে মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা মাটি কাটা ড্রেজার গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে তারা আহত হন।
যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি থানায় আনা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook