Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে জয়ী জাপার হাফিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩৪

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান। এদিন সকাল সাড়ে ৮টায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।

জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ লাঙ্গল প্রতীকে ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে ভোট পেয়েছেন ৫০ হাজার ৩০৯টি।

এছাড়া ১৪ দলীয় জোটের মনোনীত বাংলাদেশের ওয়াকার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী হাতুড়ি মার্কায় ভোট পেয়েছেন ২১ হাজার ৩৭ ভোট, জাকের পার্টির এমদাদুল হক গোলাপ ফুল মার্কায় ভোট পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।

উল্লেখ্য, বিএনপি দলীয় সংসদ সদস্য জাহিদুর রহমান পদত্যাগ করায় অন্য আসনের মতো ঠাকুরগাঁও-৩ আসনটিও শূন্য হয়ে যায়। জেলার পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসন। যার ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮টি। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৭৪১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২১০ জন এবং নারী ১ লাখ ৫৯ হাজার ৫৩১ জন।

সারাবাংলা/এমও

উপ-নির্বাচন কুরগাঁও-৩ জাপার হাফিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর