জানুয়ারিতে রফতানি আয় ৫১৩ কোটি ডলার
২ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২০
ঢাকা: নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসে রফতানি থেকে বাংলাদেশের আয় হয়েছে ৫১৩ কোটি ৬২ লাখ ডলার (৫ দশমিক ১৩ বিলিয়ন ডলার)। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে তুলনায় ৫ দশমিক ৮৯ শতাংশ বেশি। তবে তা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ২০ শতাংশ কম।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবির) সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইপিবির তথ্যমতে, ২০২২-২৩ অর্থ-বছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রফতানি আয় ৩২ হাজার ৩৩৭ কোটি ডলার। এই সাত মাসে দুই হাজার ৭৪১ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। যা মোট রফতানি আয়ের ৮৪ দশমিক ৫০ শতাংশ। গত অর্থ-বছরের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৩১ শতাংশ।
একইভাবে চামড়াজাত পণ্যে ৭ দশমিক ৩৭ শতাংশ ও প্লাস্টিক পণ্যে ৪০ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর গত বছরের একই সময়ের তুলনায় এবার কৃষিপণ্য ২৫ দশমিক ৮৬ শতাংশ, হিমায়িত মাছে ২২ দশমিক ৩৯ শতাংশ, হস্তশিল্পে ৩৪ দশমিক ১০ শতাংশ, পাটজাত পণ্য ২১ দশমিক ২২ শতাংশ এবং কাঁচ পণ্যের রফতানি ৪৭ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
সারাবাংলা/ইএইচটি/ইআ