Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে ৩৪ হাজার ৩৬ নকশা অনুমোদনের আবেদন: গণপূর্তমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৮

ঢাকা: গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ জানিয়েছেন, অনলাইনে নকশা অনুমোদন কার্যক্রম শুরুর পর থেকে রাজউকে ৩৪ হাজার ৩৬টি নকশা অনুমোদনের আবেদন পাওয়া যায়। এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করায় ২২ হাজার ৯৩৩টি আবেদেন অনুমোদন করা হয়।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে প্রশ্নটি উত্থাপন করা হয়।

বিজ্ঞাপন

শরীফ আহমেদ বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ২০১৯ সালের ২ মে থেকে নকশা অনুমোদনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের জন্য অনলাইন সেবা চালু করেছে।’

গণপূর্তমন্ত্রী জানান, অনলাইনে নকশা অনুমোদন কার্যক্রম শুরুর পর থেকে রাজউকে ৩৪ হাজার ৩৬টি নকশা অনুমোদনের আবেদন পাওয়া যায়। এরমধ্যে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করায় ২২ হাজার ৯৩৩টি আবেদন অনুমোদন করা হয়। বিভিন্ন অসঙ্গতির কারণে বিধি মোতাবেক ৮১টি আবেদন প্রত্যাখ্যান করা হয়। বর্তমানে রাজউকে ৩ হাজার ৮৫৯টি আবেদন বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন আছে।’

এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট মালিক/প্রতিনিধি দাখিল না করার কারণে ৭ হাজার ১৬৪টি আবেদন বিভিন্ন সময়ে আবেদনকারীর আইডিতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একে

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাতীয় সংসদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর