কেরানীগঞ্জে ছেলের হাতে মা খুন
৪ মে ২০১৮ ১১:২৫ | আপডেট: ৪ মে ২০১৮ ১১:২৬
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকার মডেল টাউন আবাসিক এলাকায় এক ছেলের বিরুদ্ধে তার মাকে খুন করা অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৪ মে) সকালে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের এ ঘটনার সত্যতা সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শাহিদা হককে তার ছেলে তাজুল ইসলাম শাওন ছুরিকাঘাত করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, শাওন মানসিক প্রতিবন্ধী। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।
সারাবাংলা/ইউজে/এমও/