কাপড় শুকাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু
২ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৮
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনের ছাদে কাপড় শুকাতে গিয়ে সেখান থেকে পড়ে শিল্পী আক্তার (২৫) নামে এক তরুণী মারা গেছে।
বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটসংলগ্ন বিহারী ক্যাম্পে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
শিল্পীর মা বিউটি আক্তার জানান, তারা মোহাম্মদপুর কৃষি মার্কেটসংলগ্ন বিহারী ক্যাম্পে একটি ভবনের পাঁচতলায় থাকেন। শিল্পী ঘরেই কারচুপির কাজ করতো। তিন ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। ঘটনার সময় শিল্পী ছাদে কাপড় শুকাতে যায়। কিন্তু হঠাৎ-ই সেখান থেকে পাশের একতলা টিনের ঘরের উপর পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই তরুণীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম