সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ উপলক্ষে ডাকটিকিট প্রকাশ
৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১২
ঢাকা: সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক জয় দেশের ক্রীড়াঙ্গণে নারীদের কৃতিত্বের এক অবিস্মরণীয় অধ্যায়। এই সাফল্য স্মরণীয় করে রাখতে ডাক অধিদফতরর স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়য়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বৃহ্স্পতিবার ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড প্রকাশ করেন। মন্ত্রী এ উপলক্ষ্যে এক বিবৃতি দিয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দলের এ অসামান্য অর্জন এবং বিস্ময়কর ক্রীড়ানৈপুণ্য সমগ্র জাতিকে সম্মানিত করেছে। বাংলাদেশের মেয়েরা অবিস্মরণীয় ইতিহাসে পৌঁছে দিল দেশকে।’ তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের এমন জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সারাবাংলা/ইএইচটি/এমও