Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শৈবাল তালুকদারের ‘একাকী বৃক্ষের গান’ এর মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২৪

ঢাকা: অমর একুশে বইমেলা ২০২৩-এর দ্বিতীয় দিনে শৈবাল তালুকদারের ‘একাকী বৃক্ষের গান’— কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শামসুর রহমান হলে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাহজাবিন আহমদ মিমি, ফরিদ কবির, ওবায়েদ আকাশ এবং সাকিরা পারভীন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শৈবাল তালুকদারের ‘একাকী বৃক্ষের গান’— কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়।

আলোচকরা জানান, প্রবাসে থাকলেও শৈবাল তালুকদারের কাব্যগ্রন্থে ঠাঁই পেয়েছে মা, মাটি, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর পাশাপাশি আরও অনেক কিছু৷ প্রবাসে থেকেও যে দেশকে নিয়ে মানুষ কতটা ভাবতে পারে তারই ছাপ পাওয়া যায় শৈবাল তালুকদারের একাকী বৃক্ষের গানে।

আয়োজকরা জানান, একুশে বইমেলার শুরু থেকেই বিদ্যাপ্রকাশের স্টলে একাকী বৃক্ষের গান কাব্যগ্রন্থটি পাওয়া যাবে বিদ্যাপ্রকাশের স্টলে (স্টল নম্বর ৩০৭,৩০৮,৩০৯,৩১০)। যারা ঢাকার বাইরে তারা অনলাইন অর্ডারের মাধ্যমে বইটি পেতে পারেন বলেও জানানো হয়।

এ সময় সাবেক ছাত্রনেতা সীমান্ত তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/এমও

অমর একুশে বইমেলা ২০২৩ একাকী বৃক্ষের গান বইমেলা ২০২৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর