Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫১

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলায় স্ত্রীকে হত্যা মামলায় জাহাঙ্গীর আলম (৩০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দড় বছর পলাতক থাকার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল সে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আসামিকে গাইবান্ধা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার জাহাঙ্গীর আলম উপজেলার কিশোরগাড়ী ইউানয়নের কাঁতুলি (আসমতপুর) গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।

জানা যায়, স্ত্রী হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই জাহাঙ্গীর গ্রেফতার এড়াতে পলাতক জীবনযাপন করতে থাকেন। গত প্রায় দেড় বছর সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতারে ব্যর্থ হয় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীর আদাবর থানা এলাকার সুনিবিড় হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, আসামি জাহাঙ্গীর আলমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাকে গাইবান্ধা আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর