Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের দুঃখ শুনতে কক্সবাজারে ১৯ দেশের রাষ্ট্রদূত


১৭ ডিসেম্বর ২০১৭ ১৫:২১

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট

কক্সবাজার : মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্ভোগের কথা শুনতে ভারতের নয়া দিল্লিতে নিযুক্ত ১৯ দেশের রাষ্ট্রদূত এখন কক্সবাজারে।

ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীর নেতৃত্বে প্রতিনিধি দলটি বেলা ১১ টার দিকে বিমানযোগে কক্সবাজার পৌঁছেন। দলটি জেলায় পৌঁছার পর কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ করেন। জেলা প্রশাসক আলী হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় বৈঠকের উপস্থিত ছিলেন।

বৈঠকে রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা বিষয়ে প্রাথমিক তথ্য উপস্থাপন করা হয়। বেলা সাড়ে ১২ টার দিকে বৈঠক শেষ করে প্রতিনিধিরা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যান। এরপর বেলা ২টার দিকে তারা রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।

কূটনীতিকদের মধ্যে বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, সাইপ্রাস, ইথিওপিয়া, জর্জিয়া, গ্রিস, মৌরিশাস, পর্তুগাল, স্লোভেনিয়া, ইউক্রেইন ও কেনিয়ার রাষ্ট্রদূত ও হাই কমিশনার রয়েছেন। এছাড়া নাইজেরিয়ার হাই কমিশনারের দায়িত্বপ্রাপ্ত এবং চেক রিপাবলিক, অস্ট্রিয়া ও ঘানার শার্জ ডি অ্যাফেয়ার্স রয়েছেন কূটনীতিকদের এই দলে।

সারাবাংলা/ শাও/টিএম/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর