Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রগতিশীল আন্দোলনের সঙ্গে উজ্জ্বলের নাম জড়িয়ে আছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ কর্মী উজ্জ্বল শিকদারকে প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ করেছে চট্টগ্রামের বিভিন্ন প্রগতিশীল গণসংগঠন। শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর ফুলকিতে একেখান মিলনায়তনে ‘কমরেড উজ্জ্বল শিকদার স্মরণসভা পরিষদের’ উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ।

মৃত্যুর আগ পর্যন্ত কমরেড উজ্জ্বল শিকদার মানুষের মুক্তি ও শোষণের বিরুদ্ধে লড়াই করে গেছে মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী এসময় বলেন, ‘যদি আমি নিজের ইতিহাস লিখতে বসি তাহলে উজ্জ্বল শিকদারের নাম ব্যতিত সেই ইতিহাস পূর্ণতা পাবে না। চট্টগ্রামের সব প্রগতিশীল আন্দোলনে সে ছিল। যতদিন সে বেঁচে ছিলো এদেশের মানুষের মুক্তি ও শোষণের বিরুদ্ধে লড়াই করে গেছে। বর্তমান এই নষ্ট সমাজের প্রতিনিধিত্ব যারা করে, তাদের বিরুদ্ধে গলার রগ ফুলিয়ে স্লোগান দিয়েছে।’

বিজ্ঞাপন

‘চট্টগ্রামের সব প্রগতিশীল আন্দোলনের সঙ্গে কমরেড উজ্জ্বল শিকদারের নাম জড়িয়ে আছে জীবনের অল্প সময়ে সে আমাদের দেখিয়ে দিয়েছে কীভাবে অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হয়। পার্টির যেকোনো কাজে, দুঃসময়ে আমরা তাকে পেয়েছি।’

যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আশিকুর জুয়েল বলেন, ‘শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন কমরেড উজ্জ্বল শিকদার। সারা জীবন সাম্যের স্বপ্ন বুকে নিয়ে তিনি কাজ করেছে্ন। প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা হিসেবে তিনি চষে বেড়িয়েছেন সর্বত্রই। চট্টগ্রামের তৃণমূল থেকে উঠে আসা একজন মাটির মানুষ। কমরেড উজ্জ্বলের সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষের ছিল নিবিড় সম্পর্ক। বর্তমান প্রগতিশীল আন্দোলনে এই রকম সর্বজন গ্রহণযোগ্য নেতার খুবই অভাব।’

বিজ্ঞাপন

খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রথীন সেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি প্রীতম চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি), চট্টগ্রাম জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভূঁইয়া,কোতোয়ালির থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সভাপতি শাহ আলম, চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরী, কলরব সংঘের সাধারণ সম্পাদক অয়ন সেন গুপ্ত, খেলাঘর দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শৈবাল আদিত্য,খেলাঘর মহানগর কমিটির সহ-সভাপতি চন্দন পাল, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির প্রাক্তন সভাপতি আরিফ বাচ্চু, মিন্টু চৌধুরী এবং নারীনেত্রী রেখা চৌধুরী।

উল্লেখ্য, মাত্র ৪২ বছর বয়সে ২০২১ সালের ৩০ জানুয়ারী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কমরেড উজ্জ্বল শিকদার মারা যান। উজ্জ্বল শিকদারের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে। নব্বইয়ের দশকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে উজ্জ্বল শিকদারের রাজনৈতিক যাত্রা শুরু হয়। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম জেলা যুব ইউনিয়ন ও কোতোয়ালি থানা সিপিবির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়া জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রামের পদ্মকুঁড়ি আসরের সাধারণ সম্পাদক ছিলেন উজ্জ্বল। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, অসাম্প্রদায়িক-প্রগতিশীল সমাজ বিনির্মাণের পক্ষে সোচ্চার কণ্ঠ ছিলেন। চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

সারাবাংলা/আইসি/একে

কমরেড উজ্জ্বল চট্টগ্রাম প্রগতিশীল আন্দোলন

বিজ্ঞাপন

শীর্ষে থেকেই বছর শেষ মেসিদের
২৯ নভেম্বর ২০২৪ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর