Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আন্দোলন ঠেকাতে সরকার মেকআপ নিয়ে খেলায় নেমেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৩১

ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘বিরোধী দলের আন্দোলনকে ঠেকাতে সরকার মেকআপ নিয়ে খেলায় নেমেছে। ভুঁইফোর সংগঠনগুলো হচ্ছে তাদের মেকআপ। এই মেকাআপ খুলে দিতে হবে।’

শনিবার (৪ ফেব্রুয়ারি) প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র মঞ্চে’র এক সমাবেশ তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘বিরোধী দলের আন্দোলন ভিন্নখাতে প্রভাবিত করার জন্য সরকার গুঞ্জন উঠিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির অনেকে নাকি নির্বাচনে অংশ নিতে চায়। তারা নাকি সরকারের লাইনে আছে।’ এসব সরকারের কূটচাল বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘জ্বালানি খাতে বারবার মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। দারিদ্র মানুষগুলো এক বেলা পেট ভরে খেতে পাচ্ছে না। দেশে হাহাকার শুরু হয়েছে।দেশের জনগণ দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে, সরকার কয়েকমাসের মধ্যে ক্ষমতাচ্যুত হবে।’

নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এস এম আকরাম হোসেন বলেন, ‘এই সরকার অবৈধ সরকার। এই সরকারের কাছ থেকে উন্নয়ন আশা করা যায় না। উন্নয়নের নামে সরকার দুর্নীতি, লুটপাট করছে।’

গণতন্ত্র মঞ্চের নেতারা দেশকে বাচাঁতে গণতন্ত্র রক্ষায় শিগগিরই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার গড়ার আহ্বান জানান। এজন্য তারা আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন।

সমাবেশে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরু, ভাসানী অনুসারীর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান আ্যাডভোকেট হাসনাত কাইয়ুমসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

আন্দোলন সরকার

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর