মধ্যরাতে কাঁচাবাজারে আগুনে পুড়ল ৫০ দোকান
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী কাঁচাবাজারে আগুন লেগে অন্তত ৫০টি দোকান পুড়ে যাবার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হওয়ার খবর আসে নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে। নগরীর বন্দর ও আগ্রবাদ স্টেশন থেকে ছয়টি গাড়ি গিয়ে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারি পরিচালক আবদুল হামিদ সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে বাজারের কোনো একটি দোকানের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। আগুনে ৫০টিরও বেশি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে চাল, শুটকি, কাঁচা সবজি, মুরগি, মসলার দোকান ও সেলুন আছে।’
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সারাবাংলা/আইসি/ইআ