লালবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৫
ঢাকা: রাজধানীর লালবাগের একটি বাসায় জ্যোতি ঘোষ (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। স্বজনরা জানান, জ্যোতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জ্যোতির বড় বোন মিতা ঘোষ জানান, তাদের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার শুক্তগ্রাম। বর্তমানে লালবাগ আব্দুল আজিজ লেনের একটি বাড়িতে তারা দুইবোনসহ চারজন মেসে ভাড়া থাকেন।
মিতা বলেন, ‘ওই মেসে আমি ও আমার বোন জ্যোতিসহ চারজন থাকি। আজ ঘটনার সময় জ্যোতি একাই বাসায় ছিল। বিকেল ৩টার দিকে রুমমেট শ্রাবনী ফোন দিয়ে জানায় জ্যোতি রুমের দরজা খুলছে না। পরে বাসায় এসে আমি অনেক ডাকাডাকি করলেও দরজা খোলেনি। এ সময় দরজা ভেঙ্গে দেখি জানালার গ্রীলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে আমার বোন। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তবে জ্যোতি ঘোষ কি কারণে গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তার বড় বোন মিতা ঘোষ।
ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শিক্ষার্থীকে স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ