Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০, মৃত্যু ৭ জনের: আইইডিসিআর

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৯

ঢাকা: দেশে চলতি বছরে এখন পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এর মাঝে সাতজনেরই মৃত্যু হয়েছে। গত ৮ বছরে দেশে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা এবারই পাওয়া গেছে। মৃত্যু বিবেচনায় গত চার বছরে সর্বোচ্চ এবারই নিপাহ ভাইরাস সংক্রমিত হয়ে মারা গেছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ডা. তাহমিনা বলেন, ‘আমরা সারাদেশেই নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সের কাজে জোর দিচ্ছি। যেখানেই নতুন কেস পাওয়া যাচ্ছে আমরা সেটা আপডেট করে নিচ্ছি। একইসঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করছি।’

তিনি বলেন, ‘নিপাহ ভাইরাসে সংক্রমিতদের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট ভ্যাকসিন বা ঔষধ নেই। আক্রান্ত হওয়ার পরে যদি কেউ বেঁচেও যান তবে তার শরীরে নানা ধরনের জটিলতা দেখা দেয়। এ থেকে পরিত্রাণ পাওয়ার শুধু একটাই উপায় আর তা হলো খেজুরের কাঁচা রস খাওয়াটা বন্ধ করে দেওয়া। সেক্ষেত্রে আমরা ঝুঁকিমুক্ত থাকার চেষ্টা করতে পারি।’

তিনি আরও বলেন, ‘অনেকেই বলে সতর্কতা অবলম্বন করে খেঁজুরের রস সংগ্রহ করা হয়ে থাকে। এটা কিন্তু ভুল কথা। কারণ, বাদুরের মুখ দিয়েই শুধু না বরং ইউরিন থেকেও কিন্তু এটা ছড়াতে থাকে। অনেকে জাল দিয়ে ঢেকে রাখে যেন বাদুর মুখ না দিতে পারে। কিন্তু ইউরিন তো আর তাতে আটকায় না। তাই আক্রান্তের সম্ভাবনা সবসময়েই থাকে।’

সারাবাংলা/এসবি/পিটিএম

আইইডিসিআর নিপাহ ভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর