Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লী বিদ্যুৎ অফিস থেকে নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিস থেকে আব্দুল আলিম (৪৯) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে কামারখন্দের পল্লী বিদ্যুতের অফিসের বিল শাখার কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নিরাপত্তা প্রহরী আব্দুল আলিম বগুড়া জেলা শহরের ঠনঠনিয়া এলাকার আব্দুস সামাদের ছেলে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কামারখন্দ সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) কাজী জসিম উদ্দিন বলেন, ‘রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন আব্দুল আলিম। সকালে অফিসের নিচ তলার মুদি দোকানদার অফিসের ভিতরে আব্দুল আলিমের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের জানান। আমরা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।’

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং শাখা থেকে নিরাপত্তা প্রহরী আব্দুল আলিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সিসি ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি নিজেই আত্মহত্যা করেছেন।’

ওসি আরও বলেন, ‘মৃত্যুর আগে আলিম একটি চিঠি লিখে গেছেন। সেখানে তিনি অধিক ঋণগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করেছেন। এবং সে কারণেই আত্মহত্যা করছেন।’

পরিবারের কোনো অভিযোগ না থাকলে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এমও

নিরাপত্তা প্রহরী পল্লী বিদ্যুৎ অফিস মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর