Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করপোরেট কোম্পানির ডিম ও মাংস উৎপাদন বন্ধের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩০

ঢাকা: দেশের পোল্ট্রি খাতে করপোরেট কোম্পানির ডিম ও মাংস উৎপাদন বন্ধের দাবি উঠেছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন (বিপিএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে এ দাবি জানানো হয়। এ সময় সমিতির সভাপতি সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকারসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে খামারিরা বলেন, পোল্ট্রিখাতে বাচ্চা, খাবার (ফিড), মেডিসিনসহ অন্যন্য প্রয়োজনীয় প্রায় সবকিছু উৎপাদন করছে করপোরেট কোম্পানিগুলো। আবার তারা ডিম ও মুরগিও উৎপাদন করছে। পাশাপাশি খামারিদের সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়েও (চুক্তি ভিত্তিক) জড়িত অধিকাংশ কোম্পানি। সে কারণে তাদের দৌরাত্ম্যের সঙ্গে টিকতে পারছে না দেশের সাধারণ খামারিরা। কোম্পানিগুলো বাজারে সিন্ডিকেট করে দাম বাড়াছে এখন।

বিপিএ সভাপতি সুমন হাওলাদার বলেন, ‘দীর্ঘ সময় দেশের প্রান্তিক খামারিরা মুরগি ও ডিমের দাম না পেয়ে খামার বন্ধ করে দিয়েছে। এক লাখ ৬০ হাজার খামার থেকে বন্ধ হতে হতে তা এখন ৬০ হাজারে ঠেকেছে। তারপরও সব খামারে মুরগি নেই। এ প্রান্তিক খামারি না থাকলে এ সেক্টর টিকবে না।’

তিনি বলেন, ‘মুরগি ও ডিম উৎপাদনের ক্ষেত্রে এখন করপোরেট কোম্পানিগুলোর ১০ শতাংশ শেয়ার রয়েছে। তবে বাচ্চা, ফিড ও অন্যান্য উপকরণে তাদের শতভাগ দখল। এসব উপকরণ ব্যবহার করে যখন তারা মাংস ও ডিম উৎপাদনে যাচ্ছে, তখন সাধারণ খামারিরা টিকতে পারছেন না। তারা বন্ধ হওয়া খামারে আবার কম মূল্যে ফিড ও বাচ্চা দিয়ে কন্ট্রাক্ট ফার্মিং করছে। সে জন্য নিয়ন্ত্রণ তাদের হতে চলে গেছে। এটা বন্ধ করতে হবে। করপোরেট কোম্পানি পোল্ট্রি উৎপাদনে থাকতে পারবে না।’

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বাপ্পি কুমার দে, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মনসুর রহমান, আলমগীর হোসাইনসহ সকল জেলা থেকে আগত নেতারা।

সারাবাংলা/ইএইচটি/ইআ

বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর