Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়াভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৪

ঢাকা: শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর সুষ্ঠু তারল্য ব্যবস্থাপনা ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতের লক্ষ্যে ‘মুদারাবাহ লিক্যুইডিটি সাপোর্ট’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের শরিয়াহ্ভিত্তিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে মুদারাবাহ আওতায় ৭, ১৪ ও ২৮ দিন মেয়াদি বিশেষ তারল্য সুবিধা নিতে পারবে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালাটি ৫ ফেব্রুয়ারি থেকেই কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক স্থিতিশীলতা এবং ইসলামি ব্যাংকের স্থিতিশীলতা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক একটি নতুন শরিয়াহ সম্মত আর্থিক উপকরণ চালু করেছে। দেশের ইসলামি ব্যাংকিং ব্যবস্থার জন্য তারল্য সহায়তা (এমএলএস)। ব্যাংকগুলোর জরুরি তারল্য ঘাটতি মেটানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মুদারাবাহ চুক্তির অধীনে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে একটি চলতি অ্যাকাউন্ট বজায় রাখে, যেখানে বিনিয়োগকারী এবং ব্যাংক একটি সম্মত লাভ শেয়ারিং রেশিওর (পিএসআর) অধীনে বিনিয়োগ ব্যবস্থাপক হিসেবে কাজ করে। ব্যাংকগুলোর রেমিট্যান্স প্রণোদনা এবং আর্থিক উদ্দীপনা বা প্রণোদনা সুবিধার জন্য তারল্য সহায়তা দাবি করতে সক্ষম হবে। মুদারাবাহ তারল্য সহায়তার প্রয়োগের পরিমাণ হতে হবে ন্যূনতম ১০ কোটি টাকা।

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় ব্যাংক সুকুক বন্ডের আওতায় ১৪ দিন মেয়াদি ইসলামিক ব্যাংক লিক্যুইডিটি সুবিধা চালু করেছিল। গত বছরের সেপ্টেম্বরের শেষে, ইসলামি ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২৫ কোটি টাকা। যা জুন প্রান্তিকের থেকে ৩২ দশমিক ৬১ শতাংশ কমেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশে ১০টি শরিয়াভিত্তিক ব্যাংক রয়েছে। সম্প্রতি কয়েকটি ব্যাংকের আর্থিক কেলেঙ্কারি প্রকাশ পাওয়ায়, গ্রাহকরা আমানত তুলে নেয়। এতে সেসব ব্যাংক তারল্য সংকটে পড়ে। এর পরিপ্রেক্ষিতে নতুন আরও একটি লিক্যুইডিটি ফ্যাসিলিটি চালু করল কেন্দ্রীয় ব্যাংক। এখান থেকে ব্যাংকগুলো সাপোর্ট নিয়ে তারল্য সংকটের চাপ সামলাতে পারে।

সারাবাংলা/জিএস/পিটিএম

বাংলাদেশ ব্যাংক শরীয়াভিত্তিক ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর