Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোগীদের হয়রানি: চমেক হাসপাতাল থেকে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই বহিরাগতকে আটক করে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীদের নানা প্রলোভন দেখিয়ে তারা টাকা হাতিয়ে নিতো বলে জানিয়েছে পুলিশ ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

আটক দু’জন হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর এলাকার মৃত সুশীল সেনের ছেলে প্রদীপ সেন (৪৭) ও নোয়াখলীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ কানপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. শফি (৪০)।

জানতে চাইলে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সারাবাংলাকে বলেন, ‘দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডে দুই বহিরাগতকে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের হাতে তুলে দেয়। আটক দু’জনকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে। তারা কম মূল্যে ওষুধ ও চিকিৎসার প্রলোভন দেখিয়ে অসহায় রোগীদের থেকে টাকা হাতিয়ে নিতো।’

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি রোগীর স্বজনের ছদ্মবেশে হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে দুই বহিরাগতকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে একই ওয়ার্ড থেকে ১ জানুয়ারি ছয়জন, গত বছরের ২৩ ডিসেম্বর একজন ও ২০ ডিসেম্বর তিন জন বহিরাগতকে আটক করে পুলিশ।

সারাবাংলা/আইসি/পিটিএম

রোগীদের হয়রানি

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর