Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রেজিস্ট্রার পেলো নোবিপ্রবি

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৩ ২০:১৪

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী-কে সাময়িক সময়ের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নোবিপ্রবি’র রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব প্রদান করা হলো। এছাড়া পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) কর্মকর্তা-কর্মচারীদের চার দিনের অবস্থান কর্মসূচির মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর