রাষ্ট্রপতি পদে নাম চূড়ান্তের ভার সংসদ নেতা শেখ হাসিনার ওপর
৭ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৪
ঢাকা: নতুন রাষ্ট্রপতি পদে কে আসছেন— সেই নাম চূড়ান্ত করতে আওয়ামী লীগ সভাপতি ও সংসদ নেতা শেখ হাসিনার ওপর দায়িত্বভার দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড। রাষ্ট্রপতি মনোনয়নের জন্য এদিন সংসদীয় বোর্ডের সভা থাকলেও সভায় কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। বোর্ডের সদস্যরা সর্বসম্মতিক্রমে শেখ হাসিনার ওপর চূড়ান্ত ভার অর্পণ করেন।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভা কক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি উত্থাপন করেন। এ সময় তিনি ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের ভার প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দেন। উপস্থিত অন্য সংসদ সদস্যরা বিষয়টিতে সম্মতি জ্ঞাপন করেন।
এদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে কে রাষ্ট্রপতি হবেন তাদের নাম আলোচনা করা হয়নি। বরং বিষয়টি দলের সভানেত্রী শেখ হাসিনার ওপর ন্যস্ত করা হয়েছে। তিনি নাম প্রস্তাব করবেন।’
বৈঠকে সিদ্ধান্ত হয়, সংসদ নেতা শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তাকেই সরকারি দলের এমপিরা ভোট দেবেন।
এ ছাড়া বৈঠকে আগামী নির্বাচনে দলীয় এমপিদের নিজ নিজ এলাকায় গণসংযোগসহ ব্যস্ত সময় কাটানোর জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একজন এমপির কাছ থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। এ জন্য ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একাধিক প্রার্থী থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি ভোট হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থীর সমর্থক ও প্রস্তাবক হতে হয় সংসদ সদস্যদের। বিরোধী দল জাতীয় পার্টি রাষ্ট্রপতি পদে কোনো প্রার্থী দিচ্ছে না এবার। ফলে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হবেন এবারের রাষ্ট্রপতি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই হবেন দেশের ২২তম রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির নাম জানতে অপেক্ষা বাড়ল: সবমিলিয়ে আগামীতে দেশের প্রেসিডেন্ট কে হচ্ছেন তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বৈঠক শেষে আওয়ামী লীগের কয়েক এমপি বলেন, ‘বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনি প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রসঙ্গটি তোলেন। এ বিষয়ে তিনি এমপিদের মতামত চাইলে শুরুতে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পদে কাকে মনোনয়ন দেওয়া হবে সে দায়িত্ব আমরা সংসদীয় দলের পক্ষ থেকে আমাদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিতে চাই। তিনি যাকে মনোনয়ন দেবেন, প্রয়োজন হলে আমরা সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করব।’
এরপর বোর্ডের সদস্যর সমস্বরে সমর্থন জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এমপিরা জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন বেশ কঠিন হবে। ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই। এই নির্বাচনে নানা ধরনের ষড়যন্ত্র হবে, নানা অপপ্রচার চালানোর চেষ্টা করা হবে। এ সব বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের যেসব উন্নয়ন আছে সেসব ব্যাপকভাবে প্রচারণা চালানোর নির্দেশনা দেন তিনি।
সারাবাংলা/এএইচএইচ/ইএইচটি/একে