Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:২৫

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে বাকলিয়া থানা পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন— সাকিম আলী, মো. ইস্রাফিল এবং মো. রিপন। তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, তিন নির্মাণ শ্রমিকের প্রত্যেকের বয়স ২০ বছর। সাকিমের বাড়ি রাজশাহী, ইস্রাফিলের চাঁপাইনবাবগঞ্জ এবং রিপনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তারা কল্পলোক আবাসিক এলাকার দুই নম্বর সড়কের ডি-ব্লকে জনৈক মাহবুবুর রহমানের নির্মাণাধীন এসপি ভবনে ঠিকাদার জামালের অধীনে কাজ করছিলেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম সারাবাংলাকে বলেন, ‘নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় ১০ জন শ্রমিক কাজ করছিলেন। বাঁশের তৈরি মাচার ওপর দাঁড়িয়ে সিলিংয়ের কাজ করছিল তারা। সেখানে কোনো নিরাপত্তা বেস্টনী ছিল না। হঠাৎ মাচা ভেঙে তিনজন নিচে পড়ে গুরুতর আহত হন। চমেক হাসপাতালে নিয়ে যাবার পর সাকিম ও ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রিপন মারা যায়।’

এ ঘটনায় সাকিমের ভাই হাকিম আলী বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/একে

টপ নিউজ নির্মাণাধীন ভবন শ্রমিকের মৃত্যু


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর