কোন বোর্ডে পাসের হার কত
৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪২
ঢাকা: এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৮৫. ৯৫। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হারে এবার এগিয়ে আছে কারিগরি শিক্ষা বোর্ড। আর সর্বোচ্চ জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। পরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংবাদ সম্মেলনে ফলাফল জানান।
ফলাফলে দেখা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪. ৪১। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯২. ৫৬। পাসের হারে পরের অবস্থানে কুমিল্লা ৯০. ৭২।
পাসের হার ও জিপিএ-৫
ঢাকা বোর্ডে পাসের হার ৮৭. ৮০। জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন।
রাজশাহী বোর্ডে পাসের হার ৮১. ৫৯। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন।
কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০. ৭ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন।
যশোর বোর্ডে পাসের হার ৮৩. ৯ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন।
চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮. ৭৬। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন।
বরিশাল বোর্ডে পাসের হার ৮৬. ৯৫ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন।
সিলেট বোর্ডে পাসের হার ৮১.৪ এবং পাসের হার ৪ হাজার ৮৭১ জন।
দিনাজপুর বোর্ডে পাসের হার ৭৯. ৬ এবং জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন।
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭. ৩ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন।
মাদরাসা বোর্ডে পাসের হার ৯২. ৫৬। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।
কারিগরি বোর্ডে পাসের হার ৯৪. ৪১ এবং এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০৪ জন।
ছবি: সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী
সারাবাংলা/ইউজে/আইই