Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭৭ টাকায় তেল ও ৯১ টাকায় মসুর ডাল কিনবে টিসিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:২৩

ঢাকা: পবিত্র রমজানকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিক টন ডাল কিনবে সরকার। এতে মোট খরচ হবে ২৬৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ৩২০ টাকা। এরমধ্যে ১৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকার তেল ও ৭৩ কোটি ২৮ লাখ ৩২০ টাকার ডাল। এতে প্রতি লিটার তেল ১৭৬ দশমিক ৮৮ টাকা এবং প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৯১ দশমিক ৬০ টাকা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের কাছে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে সরাসরি ক্রয়পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১৯৪ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকায় এ তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৭৬ টাকা ৮৮ পয়সা। যার আগের দাম ছিল ১৭৭ টাকার মতো।’

সাঈদ মাহবুব খান আরও জানান, আজকের সভায় মোট ১৫টি এজেন্ডা ছিল। যার সবগুলো পাশ হয়েছে। তার মধ্যে ৮টি নৌপরিবহন মন্ত্রণালয়ের। বিদ্যুতের দুটি, বাণিজ্যে দুটি। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একটি করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক এক প্রস্তাবে টিসিবি কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মুসুর ডাল কিনবে সরকার। তুরস্কের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস কুমহুরিয়াতের স্থানীয় এজেন্ট ঢাকায় বিআইএনকিউ’র কাছ থেকে ৭৩ কোটি ২৮ লাখ ৩২০ টাকায় এ ডাল কেনা হবে। প্রতিকেজি ডালের দাম পড়বে ৯১ দশমকি ৬০ টাকা।

বিজ্ঞাপন

এর আগে, গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) টিসিবি’র জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করে সরকার। এতে খরচ পড়ে ১৯৪ কোটি ৭০ লাখ টাকা।

তার আগে ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) টিসিবি’র জন্য ১০ লাখ মেট্রিক টন সয়াবিন তেল এবং ৮ হাজার মেট্রিক টন ডাল ক্রয়ের সিদ্ধান্ত নেয় সরকার। এতে মোট খরচ হবে ২৭৪ কোটি ১৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা। এরমধ্যে সাং সিং এডিবল ওয়েল লিমিটেডের কাছ থেকে ২০০ কোটি ২০ লাখ টাকায় তেল। যার আগের মূল্য ছিল প্রতি লিটার ১৮৪ দশমিক পাঁচ টাকা। বর্তমানে ১৮২ টাকায় বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে। আর ভারতের ইটিসি এগ্রো প্রোসেসিং প্রাইভেট লিমিটেডের ঢাকায় স্থানীয় এজেন্ট এক্সপোর্ট ট্রেডিং বিডি লিমিটেডের কাছ থেকে ৭৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৮০০ হাজার টাকায় এ ডাল কেনা হবে।

আর গত বছরের ২৯ ডিসেম্বর টিসিবি’র জন্য দুই কোটি ৯ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দেওয়া হয়। এতে ৩৩৪ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সয়াবিন তেলের পাশাপাশি সরকারি এই প্রতিষ্ঠানটির জন্য ৮১ কোটি ৫৭ লাখ ৬৮ হাজার টাকা দিয়ে ৮ হাজার টন মশুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়।

ফ্যামিলি বা পরিবার কার্ডের আওতায় একজন কার্ডধারীর কাছে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ১ কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। তবে পেঁয়াজ বিক্রি হচ্ছে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয়-সংশ্লিষ্ট জেলাগুলোয়।

সারাবাংলা/জেআর/এনএস

টপ নিউজ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর