Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘন কুয়াশায় সাগরে ডুবেছে লাইটার জাহাজ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৩

চট্টগ্রাম ব্যুরো : সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় যাবার পথে বঙ্গোপসাগরে ডুবে গেছে একটি লাইটারেজ জাহাজ। এসময় ওই জাহাজের ১৩ জন নাবিক সাঁতার কেটে আরেকটি জাহাজে উঠে প্রাণ রক্ষা করেন।

ঘন কুয়াশার মধ্যে বুধবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে লক্ষ্মীপুরের চরগজারিয়ায় এমভি রোকনুর-১ নামে জাহাজটি ডুবে গেছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে।

বিআইডব্লিউটিএ’র চট্টগ্রামের যুগ্ম পরিচালক সবুর খান সারাবাংলাকে জানিয়েছেন, রোকনুর নেভিগেশন লিমিটেডের মালিকানাধীন জাহাজটি প্রিমিয়ার সিমেন্ট কারখানার কাঁচামাল নিয়ে কর্ণফুলী নদী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল। চরগজারিয়া এলাকায় আগে থেকে নোঙ্গর করা ছিল ‘এমভি প্রগতি গ্রীণ লাইন-১’ নামে একটি জাহাজ।

‘ঘন কুয়াশার কারণে নোঙ্গর শনাক্ত করে এড়িয়ে চলতে না পারায় এমভি রোকনুর-১ জাহাজের তলায় প্রগতির লোহার চেইনের সঙ্গে ধাক্কা লাগে। এতে জাহাজের তলা ফেটে পানি ঢুকে যায়। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়। জাহাজে ১৩ জন নাবিক ছিল। তারা সাঁতার কেটে প্রগতি জাহাজে উঠে যায়।’

চরগজারিয়ায় দুর্ঘটনাস্থলের আশপাশ দিয়ে জাহাজ চলাচলে সতর্কতা জারি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জাহাজটি ডুবেছে একেবারে মূল চ্যানেলে। দুই পাশে দু’টি চ্যানেল আছে। আমরা আপাতত মূল চ্যানেল এড়িয়ে সতর্কভাবে জাহাজ চলাচল করার জন্য নৌ বিজ্ঞপ্তি জারি করেছি।’

সারাবাংলা/আরডি/একে

ঘন কুয়াশা লাইটার জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর