Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবিতে ‘বিজনেস টক-২০১৮’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


৪ মে ২০১৮ ১৭:০২

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ও ক্যাফে মার্কেটিংয়ের আয়োজনে ‘বিজনেস টক-২০১৮’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মে) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের সভাপতি ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

সেমিনারের প্রধান আলোচক ছিলেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, কর্পোরেট ক্যারিয়ার টিপসের প্রতিষ্ঠাতা হোসাইন জয়, আইবিপিএলের সেলস ম্যানেজার আবদুল্লাহ সুজন, সেলস লাফস গ্যাসের ব্যবস্থাপক সাইয়েদ মহিদুল ইসলাম মঈন ও আইবিএলের এরিয়া সেলস ম্যানেজার অমিত সিনহা রয়। আলোচকদের সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগটির ছাত্র উপদেষ্টা মো. মঈনুল হাছান। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্লাহ, মোহাম্মদ সোলায়মান হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

/সারাবাংলা/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর