Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ডাল আমদানিতে ব্যয় ৭ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৫

ঢাকা: ডাল আমদানি করতে বছরে ৬ থেকে ৭ হাজার কোটি টাকা ব্যয় হয়। দেশে ১০ লাখ টন ডান উৎপাদন হয়। যা মোট চাহিদার অর্ধেকেরও কম। ফলে ডান আমদানিতে এই পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে।

বিশ্ব ডাল দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ডাল গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে ডালের চাহিদা প্রায় ২৬ লাখ টন। সেখানে উৎপাদন হচ্ছে মাত্র ১০ লাখ টন। বাকি চাহিদা পূরণে প্রতি বছর বিদেশ থেকে প্রায় ১৩-১৪ লাখ টন বিভিন্ন ডাল আমদানি হচ্ছে। এতে প্রায় ৬-৭ হাজার কোটি টাকার ব্যয় হয়।

বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে ৪৫ গ্রাম ডাল খাওয়ার উচিত। সেখানে আমাদের দেশের মানুষ মাথাপিছ মাত্র ১৭ গ্রাম ডাল খেয়ে থাকে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম।

দেশের ক্রমাগতভাবে আবাদী জমির পরিমাণ হ্রাস এবং ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টিনিরাপত্তার জন্য উচ্চ ফলনশীল জাতের ডাল ফসল উদ্ভাবন, সম্প্রসারণ ও ব্যবহার বাড়ানো প্রয়োজন বলে মনে করেন বক্তারা।

সারাবাংলা/ইএইচটি/এনএস

বিশ্ব ডাল দিবস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর