Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৬

নড়াইল: নড়াইলে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত  আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে মামুন খাঁ (৪০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

মামুন নড়াগাতি থানার দক্ষিণ বিলাফর গ্রামের এজ্জেদ খাঁর ছেলে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ২০০৭ সালে তার বিরুদ্ধে নড়াগাতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়। ওই মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পান তিনি। পরে আদালতে হাজিরা না দেওয়ায় গ্রেফতারি আদেশ হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে জীবন-যাপন করে আসছিলেন।

সারাবাংলা/একে

ধর্ষণ মামলা নড়াইল যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর