Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেন তীব্র মিসাইলবর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৫

ইউক্রেনে তীব্র মিসাইল বর্ষণ করছে রাশিয়া। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ইউক্রেনের জাপোরিঝিয়া শহর এবং খারকিভ অঞ্চলে এস-৩০০ মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই অঞ্চলে অন্তত ৩৫টি মিসাইল ছুঁড়েছে রুশ সেনারা।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, দেশজুড়েমোট ৭১টি রুশ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৬১টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, রাশিয়া ছয়টি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করেছে রাশিয়া। ফলে ইউক্রেনের বেশিরভাগ অংশ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান ইগর জোভকভা ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তীব্র লড়াইয়ের অর্থ হলো সেনাবাহিনীর গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। সময়মতো স্টক পূরণ করা হচ্ছে না।

এই কর্মকর্তা কিয়েভকে দূরপাল্লার আর্টিলারি সিস্টেম, ট্যাংক এবং ফাইটার জেট সরবরাহের করার জন্য পশ্চিমের প্রতি আহ্বান জানান।

জোভকভা দুঃখ প্রকাশ করে বলেন, এখন আমাদের কাছে গোলাবারুদ প্রায় শূন্য। এটি এমন একটি পরিস্থিতি যা ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষে রুশ গোলাগুলির প্রতিক্রিয়া দেখানো কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, আমরা খুব দ্রুত গোলাবারুদ শেষ করছি কারণ লড়াই তীব্র। বিপরীতে রাশিয়ার যথেষ্ট ফায়ার পাওয়ার রয়েছে।

সারাবাংলা/আইই

ইউক্রেন রাশিয়া


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর