চট্টগ্রামে ‘বীরকন্যা প্রীতিলতা‘র প্রদর্শনী শুরু
১১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:০৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে অগ্নিযুগের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী জীবন নিয়ে নির্মিত ‘বীরকন্যা প্রীতিলতা‘র প্রদর্শনী শুরু হয়েছে। আগামীকাল থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা, ৩টা, বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছে পরিচালক প্রদীপ ঘোষ ।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর যাত্রা মোহন (জে এম) সেন হলে চলচ্চিত্রটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব এম এ মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রীতিলতার ওপর চলচ্চিত্র নির্মাণ দেশের জন্য গৌরবের জানিয়ে মেয়র রেজাউল করিম চৌধুরী এসময় বলেন, ‘প্রীতিলতা নামটি শোনার সাথে সাথে গর্বে আমাদের বুকটা ভরে উঠে। তাঁর ওপর চলচ্চিত্র নির্মাণ দেশের জন্য গৌরবের। প্রীতিলতা যখন অস্ত্র নিয়ে ইউরোপীয়ান ক্লাবে আক্রমন করতে গিয়েছিল তখন মেয়েদের অবলা বলা হতো। প্রীতিলতা প্রমাণ করে দিয়েছে বাঙ্গালি নারীরা সব পারে। শুধু অস্ত্রাগার লুন্ঠন, ইউরোপীয়ান ক্লাব আক্রমণ নয়। এ ঘটনাবলীর মধ্যে দিয়ে প্রীতিলতা সমগ্র ভারতবর্ষ তথা পুরো বিশ্বের বুকে চট্টগ্রামকে চিনিয়েছে।’
‘চট্টগ্রামে প্রীতিলতার জীবনীর ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। প্রীতিলতাকে নিয়ে আমাদের আরো কাজ করতে হবে। এ সিনেমা দেখে মনে হচ্ছে আমরা সে যুদ্ধ দিনে ফিরে গিয়েছি।’
যতদিন চট্টগ্রামে প্রীতিলতার সিনেমা চলবে ততদিন আজাদী পত্রিকায় বিনামূল্যে বিজ্ঞাপন ছাপিয়ে দেওয়া হবে জানিয়ে একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন , ‘প্রীতিলতার জীবনের অন্ধকারের অংশের উপর প্রদীপের আলো ছাড়িয়ে জনসাধারণের কাছে তারা স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে ত্যাগ করে গেছেন তা সাধারণের সামনে অসাধারণভাবে ফুটে তোলা হয়েছে এ সিনেমায়। এ সিনেমা দেখে দেশের তরুণ প্রজম্ম উদ্বুদ্ধ হবে। যতদিন চট্টগ্রামে এ সিনেমা প্রদর্শিত হবে নিজের পয়সায় আজাদী পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে দিব।’
এদিকে প্রীতিলতাকে নিয়ে করা ভারতীয় সিনেমাগুলোতে অনেক গলদ আছে মন্তব্য করে ‘বীরকন্যা প্রীতিলতা‘ সিনেমার পরিচালক প্রদীপ ঘোষ বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঠিক ইতিহাস অনেকেই জানেনা। চট্টগ্রামে যারা স্বশস্ত্র আন্দোলন করেছে তাদের বিষয়ে বর্তমান তরুণ প্রজম্মের অনেকেরই অজানা। ভারতীয় লেখকরা তাদের বইয়ে ও সিনেমাগুলোতে প্রীতিলতাকে নিয়ে যেসব তথ্য দিয়েছেন সেগুলোতে অনেক ভুল আছে। আমরা রিসার্চ করে সিনেমাটির কাজ করেছি। প্রীতিলতা চট্টগ্রামের গর্ব।’
এদিকে সিনেমা দেখার জন্য সন্ধ্যা ৬ টা থেকেই শিশু থেকে শুরু করে বৃদ্ধ অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে ছিল। সবার জন্য ১০০ টাকা টিকেটের দাম নির্ধারণ করা হলেও শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক দামে টিকেট সংগ্রহ করছিলেন।
বাবার সাথে সিনেমা দেখতে আসা অপর্ণাচরণ সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী রিনা দত্ত সারাবাংলাকে বলেন, ‘ছোটবেলা থেকেই বইয়ে মাস্টারদা সূর্যসেন,প্রীতিলতা, কল্পনা দত্তদের আন্দোলন নিয়ে পড়েছি। তারা দেশ স্বাধীনের জন্য লড়াই করেছেন। উনারা আমাদের অনুপ্রেরণা। স্কুলে শিক্ষিকাদের কাছে শুনেছি আজ থেকে এখানে বীরকন্যা প্রীতিলতা সিনেমাটি দেখাবে। তাই বাবাসহ এটি দেখতে আসলাম।’
উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। গত ৩ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশের ১০টি সিনেমা হলে ‘বীরকন্যা প্রীতিলতা‘ চলচ্চিত্রটি মুক্তি পায়।
সারাবাংলা/আইসি/একে