Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাজসজ্জা নিয়ে শীলার ‘মাস্টারক্লাস’

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৪

চট্টগ্রাম ব্যুরো: মেকআপ শিল্পী ও তরুণ উদ্যোক্তাদের জন্য মেকআপ কৌশল, টিপস ও যুগোপযোগী মেকআপ সম্পর্কে জ্ঞান এবং দক্ষতা বাড়াতে দুই দিনের মেকআপ মাস্টারক্লাস আয়োজন করেছে সৌন্দর্য ও ফ্যাশন শিল্পের সংস্থা ‘বাতি’।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর চিটাগং ক্লাবে দু’দিনব্যাপি আয়োজিত মাস্টারক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রশিক্ষক শাহিদা আহসান, শাইলা ইসলাম ফ্লোরা, সিলভি মাহমুদ, সোনিয়া খান ও জিনাত সেলিম পুনম ।

বিজ্ঞাপন

‘বাতি’র প্রতিষ্ঠাতা শামীমা শিলা সারাবাংলাকে বলেন, ‘এ ধরনের মাস্টারক্লাসের জন্য শিল্পের সবচেয়ে প্রতিভাবান এবং সফল মেকআপ শিল্পীদের একত্র করতে পেরে আমরা রোমাঞ্চিত। আমাদের লক্ষ্য হল একটি ব্যাপক এবং ইন্টারেক্টিভ শেখার অভিজ্ঞতা দেওয়া, যা অংশগ্রহণকারীদের পেশাগত এবং ব্যক্তিগতভাবে উভয় বিকাশ করতে সাহায্য করবে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারা সনি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সুলতানা, চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত কমিশনার নাদিরা নূর, মিরর হাসপাতালের পরিচালক আবু সৈয়দ সেলিম, রওশন বুটিক হাউসের প্রতিষ্ঠাতা রওশন আরা চৌধুরী, বারকোড রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মঞ্জুরুল হক।

সারাবাংলা/আইসি/এমও

মাস্টারক্লাস সাজসজ্জা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর