Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:১৩

ঢাকা: রাজধানীর মুগদায় মান্ডার একটি বাসা থেকে তামান্না আক্তার (২৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উত্তর মান্ডার একটি পাঁচ তলা ভবনের নিচ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সালেহ বলেন, শুক্রবার রাতে মান্ডার ওই বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আত্মীয়-স্বজনদের বরাতে এসআই বলেন, ওই নারীর ২০১৫ সালে বিয়ে হয়েছিল। ছয় বছরের একটি ছেলে আছে। কিন্তু পারিবারিক কলহে ২০১৯ সালে স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে তিনি মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ ছিলেন। শুক্রবার রাতে মা তহমিনা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন।

তামান্নার বড় ভাই মো. মাসুম বলেন, তারা এক ভাই এক বোন। স্থানীয় একটি কলেজে উন্মক্ত বিশ্ববিদ্যালয়ে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে পড়তেন তামান্না।

তিনি বলেন, ডিভোর্সের পর থেকে তামান্না মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। গতরাতে বিভিন্ন বিষয় নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয়। পরে অভিমানে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সারাবাংলা/এসএসআর/ইআ

নারীর মরদেহ উদ্ধার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর