Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ১৫ দিন পর শিশুর হাত-পা বিচ্ছিন্ন লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩১

মুন্সীগঞ্জ: টঙ্গীবাড়ীতে অপহরণের ১৫ দিন পর শিশু ফাতেমার (২) হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের পশ্চিমপাড়া পুকুর পাড়ের ঝোঁপ থেকে শিশুটির লাশ উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। সে উপজেলার ধীপুর ইউনিয়নের রাউৎভোগ গ্রামের আলম মোড়লের মেয়ে।

ফাতেমার মা মরিয়ম বেগম জানান, গত শনিবার (২৮ জানুয়ারি) বাড়ি থেকে ফাতেমা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের কয়েকদিন পর ফাতেমাকে অপহরণ করেছে দাবি করে দু’জন ব্যক্তি মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিজ্ঞাপন

বিষয়টি টঙ্গীবাড়ী থানায় জানালে মোবাইল ফোন ট্র্যাকিং করে অপহরণকারী আলী নুর ও মোক্তার হোসেনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিশু অপহরণ মামলা করে পুলিশ।

পরিবারের দাবি, মুক্তিপণের টাকা না দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ায় শিশুকে হত্যা করে ফেলে রেখে গেছে অপহরণকারী চক্রটি।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব খান জানান, শিশু ফাতেমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরহণ মামলায় আলী নুর ও মোক্তার হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। মামলা তদন্তের স্বার্থে আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করেছে।

সারাবাংলা/এমও

লাশ উদ্ধার শিশু হাত-পা বিচ্ছিন্ন