Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেরিনার ইয়াংস ক্লাবের ৫০ বছর পূর্তিতে রক্তদান কর্মসূচি

সারাবাংলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:০১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:১০

ঢাকা: ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের ৫০ বছর পূর্তি ও ক্লাবটির সাবেক সহ-সভাপতি কাজী মাহতাব উদ্দিনের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও র‌্যালির আয়োজন করা হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ক্লাব প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ঘুরে দেখেন ক্লাবের সভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা। কোয়ান্টাম ফাউন্ডেশন এই রক্তদান কর্মসূচিতে সহযোগিতা করে।

এসময় ক্লাব সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ক্লাবের সভাপতি গোলাম মূর্তজা পাপ্পা। তিনি রক্তদান কর্মসূচির মতো মহতি কাজের জন্য একজন রক্তদাতা ও এই কাজে উদ্বুদ্ধ করার স্বীকৃতিস্বরূপ কাজী মাহতাব উদ্দিনের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

পরে রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে র‌্যালি করে মেরিনার ক্লাব। র‌্যালিটি ক্লাব থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি কাজী মাহতাব উদ্দিনের বাসভবনে যায়।

র‌্যালিতে অংশ নিয়ে আয়োজন ও অংশগ্রহণকারীরা বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে মানুষ রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতন হবেন।’

সারাবাংলা/এমও

মেরিনার ইয়াংস ক্লাব রক্তদান কর্মসূচি

বিজ্ঞাপন

মহান মে দিবস আজ
১ মে ২০২৫ ০০:০৬

আরো

সম্পর্কিত খবর