সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি মুকুট, সম্পাদক নোমান
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৪২
ঢাকা: নূরুল হুদা মুকুটকে সভাপতি এবং নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক করে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তারা দুইজনই গত কমিটিতে সহসভাপতি ছিলেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি মতিউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। এছাড়া সদ্য সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবিরকে জাতীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মুশফিক হোসেন, আজিজুস সামাদ আজাদ ডন। এছাড়া পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, মুহিবুর রহমান মানিকসহ স্থানীয় নেতারাও বক্তব্য দেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনামুল কবির। সকালে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।
১৯৯৭ সালের পর জেলা আওয়ামী লীগের সম্মেলন হয় ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি। এরপর আর সম্মেলন হয়নি। তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জেলা কমিটির সভাপতি পদে মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে এনামুল কবিরের নাম ঘোষণা করেন। সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তখন জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। এনামুল কবির ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা পরিষদের প্রশাসক।
এর প্রায় দুই বছর পর ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় ২০১৮ সালের ১৬ মার্চ। পূর্ণাঙ্গ কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে রাখা হয় জেলা কমিটিতে ১৫ বছর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন নূরুল হুদা মুকুট। তিনি সুনামগঞ্জ জেলা পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। তবে তিনি দু’টি নির্বাচনেই নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন।
সারাবাংলা/এনআর/ইআ