Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩১

বগুড়া: বগুড়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প প্রদশর্ণী মেলা শুরু হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় মেলার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বিজ্ঞাপন

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দ্বীনেশ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান, বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) সুকুমার চন্দ্র সাহা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ তাঁতী সমিতি ও খন্ডকালীন মেম্বার বাংলাদেশ তাঁত বোর্ড বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

মাসব্যাপী এ মেলায় দেশীয় তাঁতীদের তৈরি বন্ত্র ও হস্তশিল্পের ৮০টি দোকান বসেছে।

সারাবাংলা/ইআ

তাঁত পণ্য হস্তশিল্প

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর