Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান দেখতে চায়’

সারাবাংলা ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৫০

চট্টগ্রাম ব্যুরো: গণতন্ত্র ফিরিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণ তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরে কেন্দ্রঘোষিত ইউনিয়ন পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, ‘এই সরকার জনবিচ্ছিন্ন ও গণবিরোধী সরকার। একদিকে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে আরাম-আয়েশে জীবনযাপন করছে। অন্যদিকে সাধারণ জনগণ অর্ধাহারে, অনাহারে দিন পার করছে। গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবনে হাহাকার চলছে। জনগণ এই লুটপাট, দুর্নীতিবাজ ও মাফিয়া সরকারকে আর একদিনও ক্ষমতায় দেখতে চায় না। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন, গ্রেফতার ও হত্যা করে ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা করছে সরকার।’

দলটির আন্তর্জাতিক সম্পর্ক ও মিডিয়া সেলের সদস্য মীর হেলাল আরও বলেন, ‘সরকার পতনে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় জনগণ রাজপথে নামতে প্রস্তুত। গণমুখী দল বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় জনগণ। গণতন্ত্র ফিরিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণ তারেক রহমানকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চায়। এজন্য রাষ্ট্র পুনর্গঠনে দেয়া দশ দফা বাস্তবায়নে বিএনপির পাশে জনগণ আছে। রাজপথে বিপ্লব ঘটিয়ে গণদাবি মেনে নিতে সরকারকে বাধ্য করবে জনগণ।’

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন, হাটহাজারী পৌরসভার আহবায়ক জাকের হোসেন ও সদস্য সচিব অহিদুল আলমসহ ইউনিয়ন শাখা এবং যুবদল-ছাত্রদলের নেতারা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/ইআ

বিএনপি মোহাম্মদ হেলাল উদ্দিন

বিজ্ঞাপন
সর্বশেষ

সিনিয়র সাংবাদিক বদিউল আলম আর নেই
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩১

সম্পর্কিত খবর