Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তি সমাবেশে গিয়ে অসুস্থ আওয়ামী লীগ নেতা, হাসপাতালে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫১

নাটোর: নাটোরের সিংড়ায় শান্তি সমাবেশে অসুস্থ হয়ে রশিদুল ইসলাম মৃধা (৪৩) নামের এক আওয়ামী লীগ নেতা ইন্তেকাল করেছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) দলীয় কর্মসূচি পালনকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রশিদুল মৃধা চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি চামারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত নূর আহমেদ মৃধার ছেলে।

চামারী ইউনিয়ন আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহিদুল ইসলাম মানিক বলেন, ‘শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচি শান্তি সমাবেশ পালনকালে সোনাপুর এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

আওয়ামী লীগ শান্তি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর