Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া সাগর-রুনি হত্যার বিচার সম্ভব নয়

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:২৩

ঢাকা: দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও নিজ বাসায় খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি আদালতে। ফলে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া সাগর-রুনি হত্যার বিচার সম্ভব নয় বলে মনে করছে সাংবাদিক সংগঠনগুলো ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এ কথা বলেন। ডিআরইউর সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘আমরা গণমাধ্যমকর্মীরা নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করি। কিন্তু সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ১১ বছর পেরিয়ে গেলেও এখনও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। এ পর্যন্ত ৯৫ বার সময় নিলেও আদালতে প্রতিবেদন দাখিল হয় না। এখানে তদন্তকারী সংস্থার সদিচ্ছার অভাব রয়েছে। আমাদের প্রত্যাশা তারা দ্রুতই প্রতিবেদন দাখিল করবে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী বলেন, ‘সাগর-রুনি হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানাভাবে আমাদের বলা হয়েছে, যারা জড়িত তারা বিচারের আওতায় আসবে। কিন্তু দুঃখের বিষয় ১১ বছর পার হলেও এখনো আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। সাংবাদিক সংগঠনগুলো প্রতিবছর কর্মসূচি দেয়। কিন্তু আদালতে প্রতিবেদন দাখিল হয় না; এটা দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘দেশে যেকোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটলে সেটার আসামি আটক হয় দ্রুত এবং আদালতে চার্জটিও দেওয়া হয় দ্রুত। কিন্তু সব হত্যাকাণ্ডের বিচার হলেও সাংবাদিক হত্যার কোনো বিচার হয় না। সাংবাদিকরা দেশপ্রেম নিয়ে সাদাকে সাদা বলে আর কালোকে কালো বলে। আগামী ৫ মে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দেওয়ার পরবর্তী তারিখ নির্ধারণ করা আছে। আশা করি, সেদিন তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহ-সভাপতি দীপু সারোয়ার, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক কাওসার আজম প্রমুখ।

সারাবাংলা/এসজে/পিটিএম

ডিআরইউ সাগর-রুনি হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর