Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কোনো সময় জনগণ সরকারকে ধাওয়া দেবে: গণতন্ত্র মঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩১

ঢাকা: গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকারের সময় শেষ। বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না। জনগণই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য প্রস্তুতি নিয়েছে। যে কোনো সময় জনগণ সরকারকে ধাওয়া দেবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী পদযাত্রার সমাবেশে তিনি এ কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র প্রতিষ্ঠা ও সরকারের পদত্যাগসহ ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্য সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। পদ যাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মঞ্চের নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এতে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু ও গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যুঘণ্টা বেজে গেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আর জীবিত নেই। এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও শাসনব্যবস্থা পরিবর্তনের আন্দোলনে সর্বস্তরের জনগণকে অংশ নিতে হবে।’

তিনি বলেন, ‘তারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি গ্যাস, পানি, বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে। আগামীতে আরও দাম বাড়তে পারে বলে ঘোষণা দিয়েছে। ফলে জনগণের ওপর যে দুর্ভোগ নেমেছে, তা আরও বাড়বে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বায়ক জোনায়েদ সাকি বলেন, ‘আন্দোলন দমানোর জন্য সরকার পুলিশ ও তাদের গুণ্ডাবাহিনী দিয়ে দমন-পীড়ন চালাচ্ছে। জনগণ এই সরকারকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জনগণ ধাওয়া দিলে সরকার পালাবার পথ পাবে না। গুণ্ডারা পালিয়ে যায়। ওবায়দুল কাদের সাহেব তো কোথায় পালাবেন, সেটাও ঠিকঠাক করে ফেলেছেন।’

বিজ্ঞাপন

জোনায়েদ সাকি বলেন, ‘বগুড়া-৪ ও ৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যাওয়া আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস আওয়ামী লীগের নেই। রাজনীতিতে আওয়ামী লীগ নিজেদের অবস্থা এমন জায়গায় চলে গেছে।’

তিনি বলেন, ‘লুটপাট, দুর্নীতি, দেশকে বিভাজিত করে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলাই হচ্ছে এ সরকারের কাজ। এটাই তারা করতে থাকবেন। বিভিন্ন দেশের কোম্পানি ও সরকারকে সুবিধা দিয়ে কীভাবে ক্ষমতায় থাকা যায়, তারা (সরকার) এখন সেই চেষ্টা করছেন। ভাবছেন, বেশি দামে বিদ্যুৎ কেনার সুযোগ দিলেই মনে হয় ক্ষমতায় টিকে থাকা যাবে। এভাবে দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষমতায় থাকার যে স্বপ্ন, তা দেশের মানুষ ভেঙে চুরমার-তছনছ করে দেবে।’

সাকি আরও বলেন, ‘বিরোধী দলগুলো একটি যৌথ ঘোষণার ভিত্তিতে যুগপৎ আন্দোলন আরও শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। অচিরেই একটি যৌথ ঘোষণার ভিত্তিতে এ যুগপৎ আন্দোলন আরও জোরদার করা হবে। দেশের সাধারণ মানুষও এতে ঐক্যবদ্ধ হবে।’

সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিলে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

আওয়ামী লীগ সরকার গণতন্ত্র মঞ্চ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর