Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় কেটে রাস্তা বানাচ্ছেন ‘কাউন্সিলর’, এক্সাভেটর চালকের দণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটার সময় অভিযান চালিয়ে হাতেনাতে একজনকে গ্রেফতার করে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি করপোরেশনের সড়ক তৈরির নামে কাউন্সিলর জহুরুল আলম জসিম পাহাড় কাটছিলেন বলে অভিযোগ পেয়েছেন অভিযানে যাওয়া কর্মকর্তারা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আকবর শাহ থানার বেলতলীঘোনা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

বিজ্ঞাপন

অভিযানে পাহাড় কেটে সমতল করার কাজে যুক্ত মো. শাহজাহানকে (৪০) আটক করে তার মালিকানাধীন এক্সাভেটর জব্দ করা হয়। শাহজাহান এক্সাভেটরটি পরিচালনা করছিলেন বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।

ম্যাজিস্ট্রেট উমর ফারুক সারাবাংলাকে জানিয়েছেন, নগরীর বেলতলীঘোনায় পাহাড়তলী মৌজায় প্রায় ১১ একর আয়তনের একটি পাহাড়ের বিভিন্ন অংশ কেটে সমতল করে সড়ক তৈরি করা হচ্ছিল। রেকর্ডমূলে সেই পাহাড়ের মালিক ‘অগ্রণী ব্যংক অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’।

‘অভিযানের সময় আমরা হাউজিং সোসাইটির কর্মকর্তাদের কাছে পাহাড় কাটার বিষয়ে জানতে চেয়েছিলাম। তারা বলেছেন, পাহাড় কেটে সড়ক নির্মাণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কাউন্সিলর জহুরুল আলম জসিম ও ইসমাইলসহ আরও কয়েকজন মিলে সিটি করপোরেশনের সড়ক তৈরির নামে পাহাড় কাটছিল। এক্সাভেটর দিয়ে পাহাড় কাটার জন্য শাহজাহানকে তারাই দায়িত্ব দিয়েছিল। সোসাইটির পক্ষ থেকে তাদের নামে মামলা করা হবে বলে আমাদের অবহিত করা হয়।’

অভিযানে পরিবেশ অধিদফতরের মহানগরের সহকারী পরিচালক হাসান আহমেদ এবং আকবরশাহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জহুরুল আলম জসিম (৫৩) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নগরীর উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক।

গত ২৬ জানুয়ারি নগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় পাহাড় কাটা ও ছড়াখাল দখল পরিদর্শনে যাওয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলার অভিযোগ আছে এই জনপ্রতিনিধির বিরুদ্ধে।

এর আগে, গত বছরের ১০ অক্টোবর লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর জসিম ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পরিবেশ অধিদফতর।

সারাবাংলা/আরডি/পিটিএম

এক্সাভেটর চালক দণ্ড পাহাড়

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর