নিখোঁজের ১দিন পর পানির ট্যাংক থেকে শিশুর মৃতদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২১
ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে নিখোঁজের একদিন পর একটি বাড়ির নিচ তলার পানির ট্যাংক থেকে আরিয়ান (৬) নামে এক শিশুর মৃত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাজি রিয়াজ উদ্দিন রোডের পাঁচতলা বাড়ির নিচতলার পানির ট্যাংক থেকে শিশুটির মৃতদেহটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ৮টা ২০মিনিটে সংবাদ পেয়ে কাজি রিয়াজ উদ্দিন রোডের শাহী মসজিদসংলগ্ন একটি বাড়ির পানির ট্যাংক থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে চকবাজার থানা পুলিশের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হয়।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রাইসুল ইসলাম জানান, শুক্রবার জুম্মার পর থেকে নিখোঁজ ছিল ওই শিশু। তার মা ইয়াসমিন আক্তার এ ব্যাপারে থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন।
এসআই আরও জানান, ওই পাঁচতলা ভবনের পাশে অন্য একটি বাড়িতে পরিবারের সঙ্গে থাকতো শিশুটি। ঘটনাস্থলের পাঁচতলা বাড়ির নিচ তলার পানির ট্যাংকের মুখে কোনো লক ছিল না। উপরে একটি কাঠের টুকরা দিয়ে ঢাকা ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, আরিয়ানসহ তিন শিশু চোর-পুলিশ খেলার সময় ওই পানির ট্যাংকে পড়ে যায়।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/পিটিএম