নাট্যপালা ‘বক বধ’ মঞ্চে আনল ফুলকি
১২ ফেব্রুয়ারি ২০২৩ ০০:২৬
চট্টগ্রাম ব্যুরো: নাট্যপালা ‘বক বধ’ মঞ্চে এনেছে ছোটদের সাংস্কৃতিক জগৎ হিসেবে পরিচিত চট্টগ্রামের ব্যতিক্রমী শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফুলকি’র শিশু-কিশোর অভিনেতারা।
প্রথম দিনে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ও ৭টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে দর্শকপূর্ণ মিলনায়তনে নাট্যপালাটির দু’টি মঞ্চায়ন হয়। রোববার বিকেলে একই সময়ে নাট্যাপালাটির আরও দু’টি মঞ্চায়ন হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুবিদুর রহমান সুজাতের নির্মাণ ভাবনায় পালাটিতে অভিনয় করেছেন অর্চি অনিন্দিতা, স্বস্তিক দাশ, পৃথুলা বণিক, শেখ নাফসান ইউসরা, মুহ্তাসীম ইসলাম ধন্য, অগ্নিপ্রভা বৈদ্য, আদিত্য নন্দী, সূর্যদীপ বসু নিয়োগী, শারদ প্রত্যুষ বল, অনিরুদ্ধ পাল, আদিত্য বড়ুয়া, কণা চন্দ, আরিয়ানা হক রোদেলা, চিত্রাঙ্গদা দত্ত, চিত্রশৈলী দত্ত, জুবিয়া রহমান, রোহান রাজ, পার্থিব প্রাজ্ঞ, রেহনুমা তাসনীম জারিন, লুবাবা ইলমিয়াত, আযরাহ দীপান্বিতা, স্বপ্নীল চৌধুরী, জয়ন্ত ঘোষ, ত্বাহা হামিদ, রাজন্যা বড়ুয়া, তনুশ্রী বড়ুয়া, রাজন্যা দাশ, সুরঞ্জনা তলাপাত্র এবং জারিন আনজুম।
পালার গানে সুর করেছেন সত্যজিৎ ঘোষ। পোশাক পরিকল্পনায় নিশিগন্ধা দাশ গুপ্তা। সার্বিক সমন্বয়ে ছিলেন জিনাত ইসলাম।
প্রথম দিনের মঞ্চায়ন শেষে দ্বিতীয় দিনের পালা উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন ফুলকির সর্বাধ্যক্ষা শীলা মোমেন।
সারাবাংলা/আরডি/পিটিএম