Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌথসভায় খালেদা জিয়ার মুক্তি নিয়ে আলোচনা


৪ মে ২০১৮ ১৯:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যৌথসভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি নিয়ে আলোচনা হচ্ছে।

শুক্রবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে যৌথসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি এবং সভায় পর্যালোচনা করছি। আগামীতে করণীয় কী আছে, সেই বিষয়ে নেতারা তাদের মতামত দিয়েছেন। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।বিশেষ করে বেগম জিয়ার অসুস্থতা ও তার মুক্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে। আগামীতে দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধার কিভাবে করা যেতে পারে সেই বিষয়ে কথা হয়েছে।

এর আগে বিকেল ৪টা ২০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ যৌথসভা শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন দলেল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভায় উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, মেজর (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল মান্নান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, আমান উল্লাহ আমান, ড. সুকোমল বড়ুয়া, ব্যারিস্টার হায়দার আলী, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামা ওবায়য়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।

যৌথসভায় বিএনপির শীর্ষ নেতারা

সারাবাংলা/এজেড/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর