কক্সবাজার: কক্সবাজারের চিহ্নিত ‘ডাকাত সর্দার’ জামাল হোসেন জামাইল্যাকে (৪০) গ্রেফতার করেছে র্যাব-১৫। র্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দখলবাজিসহ একাধিক মামলা রয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জামাল চৌফলদন্ডীর মাইজ পাড়ার মৃত আবুল খাইর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার ভোরে সদর উপজেলা চৌফলদন্ডি এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত সর্দাল জামাল হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দু’টি ডাকাতি, দু’টি হত্যা, একটি খুনসহ দু’টি দাঙ্গা ও দখল সংক্রান্ত মামলা রয়েছে।